সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে প্লাস্টিকের বস্তা ব্যবহার এবং নোট ও সহায়য়িকা বই বিক্রির অপরাধে বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পৃথক এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৩৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে। আজ মঙ্গলবার আদমদীঘি উপজেলার বিভিন্ন মিল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করে।
পাটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্টেট আরাফাত হোসেন এসময় সান্তাহার মৌ কারখানার মালিকের ২০ হাজার ও নাহিদ চাউল কল মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন।
এদিকে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে ৪ এপিবিএন বগুড়ার সহয়োগিতায় শহরের ফতেহ আলী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নোট ও সহায়য়িকা বই বিক্রির অপরাধে ৩টি লাইব্রেরীর ৩ হাজার টাকা অর্থদণ্ড করেছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে “মাদ্রাসা লাইব্রেরী” এর প্রোপাইটর মো..পারভেজকে (৩৫) ১ হাজার টাকা, “আলম বুকস্” এর প্রোপাইটর আলহাজ্ব মো. একরাম হোসেন (৮৬) কে ১ হাজার টাকা, এবং “নিউ তরফদার বুক স্টল” এর প্রোপাইটর মো. শাহীদুল ইসলামকে (৩৫) ১ হাজার টাকা মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার