বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বড়চাপড়া গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগে আজ থানায় মামলা হয়েছে। থানা পুলিশ এই মামলায় কিশোর আসামি মোহন শাহকে (১৬) গ্রেফতার করেছে।
জানা গেছে, গত ১৪ জুলাই দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের বড়চাপড়া গ্রামের আব্দুল মান্নান ব্যবসার কাজে এবং তার স্ত্রী মাঠে ছাগল নিয়ে যাওয়ার পর বাড়িতে ছিল তাদের কন্যা। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এসময় প্রতিবেশী জসিম উদ্দিন শাহের ছেলে মোহন শাহ (১৬) ওই ঘরে প্রবেশ করে। শিশু কন্যা কিছু বুঝে উঠার আগেই জোরপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এলে মোহন শাহ দৌড়ে পালিয়ে যায়।
এ সংক্রান্তে তার মা আফরোজা বিবি নিজেই বাদি হয়ে আজ মঙ্গলবার মোহন শাহকে আসামি করে থানায় মামলা (যাহার নং-২২) দায়ের করেছে। পুলিশ মামলা গ্রহণ করেই আসামি মোহন শাহকে গ্রেফতার করেছে।
বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামি মোহন শাহকে আজ মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার