বাগেরহাটের মোংলা উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে আজ দুপুরে ৫টি অস্ত্রসহ মুজিবর রহমান (৫৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময়ে ৫টি পাইপগান ছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
র্যাব -৮ এর অপারেশন অফিসার মেজর মো. সজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে মোংলার স্থায়ী বন্দর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পিকনিক কর্ণারে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ওই এলাকায় অবস্থান নিয়ে অবৈধভাবে অস্ত্র সরবরাহের অপেক্ষায় থাকা মো. মজিবর রহমান (৫৫) র্যাব সদস্যদের দেখামাত্র দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে ধরে ফেলে র্যাব। আটক অস্ত্র ব্যবসায়ী মজিবরের বহনকারী বস্তা থেকে ৫টি পাইপগান, ১টি লোহা কাটা মেশিন, ৪টি লোহা কাটা ব্লেড, ১টি স্যান্ড পেপার, ১টি ছোট কুঠার, ১টি ছোট হ্যামার, ৫টি লোহার পাইপ, ১টি বাটালি, ১টি ক্লিনিং রড, ১টি রিকয়েল স্প্রিং, ১টি ছুরি, ১টি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ১,১২৫ টাকা উদ্ধার করা হয়। আটক মজিবরের বাড়ি বাগেরহাটে।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, মুজিবর রহমান দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরসহ ও উদ্ধারকৃত মালামালসমূহ বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার