বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে মাহমুদ হাসান (২৮) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মাহমুদ তার বাড়ির পাশে মাঠে রোপা-আমনের জমি প্রস্তুত করছিলেন। এসময় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতি গ্রামের ওসমান গণির ছেলে।
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, মাহমুদ হাসান কুড়িগাতি এলাকায় পাওয়ার টিলার দিয়ে রোপা-আমনের ফসল লাগাতে নিজ জমি চাষ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি পাওয়ার টিলার থেকে জমিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার