দিনাজপুরে শিশু আইন ২০১৩ এবং এর কয়েকটি গুরুতর সামাজিক ব্যাধি যেমন মাদকদ্রব্য, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সেলফোন ও ইন্টারনেটের অপব্যবহার বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে ও জেলা পুলিশ ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ঢাকা'র সহযোগিতায় দিনাজপুর জেলা পুলিশ লাইন হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরপিওডব্লিউএ'র সভাপতি ও প্রাক্তন আইজিপি এম. সহীদুল ইসলাম চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন পুলিশ সুপার ও বিআরপিওডব্লিউএ'র মহাসচিব লুৎফর রহমান চৌধুরী। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন আইজিপি ও সহ-সভাপতি বিআরপিওডব্লিউএ মো. আব্দুর রউফ (পিপিএম), প্রাক্তন ডিআইজি ও কার্য নির্বাহী সদস্য বিআরপিওডব্লিউএ এম.এ হানিফ এনডিসি।
বক্তব্য শেষে প্রশ্ন উত্তর পর্বে পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত পুলিশ সদসদের নিকট থেকে প্রাপ্ত প্রশ্ন শেষে আলোচক হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার