লক্ষ্মীপুরের কমলনগরের লাইজু আক্তার নামের এক স্কুলছাত্রীর সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে তার পরিবার। গত ১ মাস ৬ দিন ধরে ওই ছাত্রী নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে কমলনগর থানায় জিডি করা হয়েছে। জিডি নং ৭৪, ০২/০৭/২০১৮ ইং।
নিখোঁজ ছাত্রীর পিতা মহিন উদ্দিন মঙ্গলবার (২৪ জুলাই) বাংলাদেশ প্রতিদিনকে জানান, কমলনগরের করুনানগরের বৃন্দাবন স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী লাইজু আক্তার গত ১৯ জুন স্কুল ব্যাগ নিয়ে তার সহপাঠী পার্শ্ববর্তী গ্রামের সিমু আক্তারের বাসায় যান। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। পরে ওই বাড়িতে ও তার বান্ধবীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু জানেনা বলে জানান।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৮/হিমেল