নরসিংদীর পলাশে (৬) বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর নামক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিন মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আটককৃত রবিন মিয়া একই গ্রামের কাশেম মিয়ার ছেলে। নিহত ওই শিশু বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও ধনারচর গ্রামের মেয়ে। পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বাড়ির পাশে ওই শিশু কন্যা খেলা করছিল। পরে তার কোনো খবর না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি নির্জনস্থানে শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী শিশুটির পরিবারকে খবর দেয়। শিশুটির পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত অবস্থায় পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে হত্যার সাথে জড়িত সন্দেহে রবিন নামে এক কিশোরকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোস্তফা জানান, শিশুটিকে ধর্ষণের পর গলাটিপে হত্যার বিষয়টি প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। শুনেছি শিশুটি খেলা করা অবস্থায় তার সাথে রবিন নামে ওই কিশোরটি ছিল। ধর্ষণ ও হত্যার সাথে সে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে এ ঘটনায় পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেয়েকে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়ে শিশুটির মাসহ পরিবারের সদস্যরা।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৮/হিমেল