লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আমেনা বেগম (৬০)। তিনি ওই গ্রামের লাল মিয়া স্ত্রী।
জানা যায়, ওই গৃহবধূ গরুর ঘাস কাটতে বাড়ির পার্শ্ববর্তী জমিতে গেলে পড়ে থাকা সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম