দেশ-দেশের মানুষ ও সম্পদ বাঁচাতে, দুই জোটের বিপরীতে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহবান জানিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দিনাজপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে দিনাজপুর লোকভবন প্রাঙ্গণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সদর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, অনুষ্ঠানের উদ্বোধক কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন, বিশেষ অতিথি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল প্রমুখ।
তারা সম্মেলন থেকে সরকারের নিকট ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আবুল কালাম আজাদকে সভাপতি এবং ইকবাল হাসান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দিনাজপুর সদর উপজেলা কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অমৃত কুমার রায়।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৮/হিমেল