বগুড়ার আদমদীঘির চাঁপাপুর বাজারে একটি মুদি দোকানের টিনের চালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাকিব হাসান (১২) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সে কাঞ্চনপুর মন্ডলপাড়ার রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, কিশোর রাকিব হাসান চাঁপাপুর বাজারের জনৈক গোবিন্দ মোদকের মুদি দোকানে শ্রমিকের কাজ করে। গত কয়েক দিনের বৃষ্টিতে মুদি দোকানের ছাউনির টিন চুঁয়ে ঘরে পানি পড়ছিল। মঙ্গলবার বেলা ১২টায় টিনের চালে উঠে টিনের ফুটা বন্ধ করার সময় আকস্মিক ভাবে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে আদমদীঘি থানার উপ-পরিদর্শক সাম-মোহাম্মাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৮/মাহবুব