কক্সবাজারের শাহপরীর দ্বীপ থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ আরমান নামক এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়ুয়া বলেন, রবিবার দিবাগত রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। সে স্থানীয় মৃত নুরুল হকের ছেলে।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিক্তিতে আরমানের বাড়ির পাশের সুপারী বাগানে অভিযান চালানো হয়। সেখানে একটি ড্রামের ভেতর বস্তা ভর্তি ইয়াবাগুলো পাওয়া যায়। আটককৃত ব্যক্তি একজন শীর্ষ স্থানীয় ইয়াবা পাচারকারী এবং সীমান্তের ইয়াবা পাচারের একটি সিন্ডিকেটের প্রধান বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৮/মাহবুব