সড়কে যানবাহন চলাচলে পুলিশের টোকেন বা স্লিপ বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। তিনি বলেন, অবৈধ পন্থায় সড়কে গাড়ি চালানোর কোন সুযোগ নেই। বিশেষ করে বাসের কোন ড্রাইভার কিংবা পুলিশ সদস্যের মাধ্যমে টোকেন বা স্লিপের মাধ্যমে গাড়ি চলাচল বন্ধ। এগুলো খুলনা জেলায় হবে না। এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ খুলনায় গাড়ির ফিটনেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সময় তিনি একথা বলেন। তিনি বলেন, অভিযানে প্রতিদিনই এক থেকে দেড়শ’ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে ট্রাফিক পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বৈধ কাগজপত্র ছাড়া যেন কোন গাড়ি সড়কে চলাচল করতে না পারে। সড়কে চলতে গেলে সড়ক নীতিমালা মেনেই গাড়ি চলতে হবে।
জানা যায়, দক্ষিনাঞ্চলের পাশাপাশি জেলায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে টোকেন বাণিজ্যের নেটওয়ার্কের অভিযোগ দীর্ঘদিনের। প্রতিমাসে নির্দিষ্ট মাসোহারা দিয়েই এসব রুটে নির্বিঘ্নে গাড়ি চলাচল করে। এ কারণে গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স ছাড়াই অদক্ষ চালকরা সড়কে গাড়ি চালানোর সুযোগ পায়।
খুলনা জেলা পুলিশ সুপার বলেন, যানবাহনে টোকেন বা স্লিপ বাণিজ্য পরপর কয়েকটি জেলার মধ্যে চালু থাকে। কোন একটি জেলার পুলিশ এই প্রবণতা থেকে বেরিয়ে গেলে অবৈধ পন্থায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। পুলিশের কোন সদস্য এই কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন