নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মানাসহ ঢাকাসহ সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ সোমবার সকাল ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি সন্তু মিত্র'র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী, নিলিমা জাহান, হাসিবুল ইসলামসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তরা বলেন, ছাত্রদের যৌক্তিক দাবিকে না মেনে উল্টো তাদের ওপর হামলা করা হয়েছে। বক্তরা শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারসহ বিচারের দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার