বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলকে আটক করা হয়েছে।
বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল মঙ্গলবার বেলা ৯টার দিকে মোরেলগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করে।
সাদা পোশাকধারি ডিবি পুলিশের ওই দলটি বাবুলকে আটক করে বাগেরহাট ডিবি কার্যালয়ে নিয়ে যায় বলে জানা গেছে। এ সম্পর্কে বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ কুমার রায় বলেন, শহিদুল হক বাবুলকে ডিবি পুলিশের একটি দল আটক করেছে।
তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন