নড়াইলের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২০ গ্রাম গাঁজা ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদের মধ্যে এক মাদকবিক্রেতা ও সাজার আদেশপ্রাপ্ত তিন আসামি রয়েছেন।
এ ব্যাপারে পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, অভিযানে জিআর মামলায় ৩১ জন, সিআর মামলায় ১৭ জন, জিআর মামলায় সাজার আদশেপ্রাপ্ত তিনজন, নিয়মিত মামলায় পাঁচজন, মাদক মামলায় একজন এবং ৫৪ ধারায় ১২ জনকে গ্রফেতার করা হয়।
জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ২১ জন, লোহাগড়া থেকে ১৬ জন, কালিয়া থেকে ২৬ জন এবং নড়াগাতি থানা থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ