বাগেরহাটে সড়ক নিরাপদ রাখতে যানবাহনে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার তৃতীয় দিনে বাগেরহাট-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ বিভিন্ন প্রকার যানবাহনের বৈধ নিবন্ধন, বীমা ও ফিটনেস না থাকা এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৭০ টি মামলা দিয়েছে এবং ৫ টি যানবাহন আটক করেছে।
বাগেরহাট ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) আল ফারুক জানান, বাগেরহাট ট্রাফিক পুলিশের ২টি টিম বাগেরহাট-খুলনা মহাসড়কের খানজাহান আলী মাজার মোড়, দশানী, সোনাতলা ও রনবিজয়পুর এলাকায় অভিযান চালায়। এসময় কোন প্রকার নিবন্ধন না থাকার অপরাধে ৫টি মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশ। এসময় যানবাহন ও তাদের চালকের কাগজপত্র না থাকায় ৭০টি মামলা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান