বগুড়ার ধুনটে বিলের পানি থেকে সনাতন হাওয়ালদার (৪৫) নামের এক মৎস্য শিকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে চৌকিবাড়ী ইউনিয়নের জালশুকা বাইশা বিলের পানি থেকে ওই মৎস্য শিকারির লাশ উদ্ধার করা হয়। নিহত সনাতন হাওয়ালদার পাশ্ববর্তী পেঁচিবাড়ী গ্রামের জগীন্দ্রনাথ হাওয়ালদারের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৫টায় সনাতন হাওয়ালদার বাইশা বিলে মাছ ধরতে যায়। কিন্তু সকাল ১০টায় স্থানীয় মৎস্যজীবীরা তার লাশ পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশে কোন আঘাতের চিহ্ন না থাকায় প্রকৃত ঘটনা জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার