ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারে আটক থাকার পর বাংলাদেশি ৪ শিশু-কিশোর হিলি সীমান্ত চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে হাকিমপুরের হিলি চেকপোস্ট জিরো পয়েন্ট সীমান্তের বিজিবি, বিএসএফ ও দুই দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে সকল আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ এই শিশুদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয় হিলি ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা শিশু-কিশোররা হলো- নওগাঁ জেলার পত্মীতলার বাদল মালির ছেলে চঞ্চল মালি (১৪), রংপুরের পীরগঞ্জের মোজাম্মেল হকের ছেলে উজ্জ্বল বর্মন (১৪), মৌলভীবাজার জেলার হবিগঞ্জ শ্রীমঙ্গলের আবুল হাসেমের ছেলে আরিফ (১০) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ময়ুরবাগের আব্দুল হাকির ছেলে হাবিব (১২)।
হিলি ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) আফতাব হোসেন জানান, হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে ভারতীয় পুলিশ বাংলাদেশি এই চার শিশুকে আটক করে আদালতে প্রেরণ করে। তাদের বয়স কম হওয়ায় শিশু শোধনাগারে রাখার নির্দেশ দেন আদালত। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের চিঠি আদান প্রদানের পর মঙ্গলবার তাদের সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।
আটক শিশু-কিশোররা ১ থেকে দেড় বছর ভারতের বালুরঘাট শিশু শোধনাগারে ছিল। ওই শিশু শোধনাগারে আরও ৩০ বাংলাদেশি শিশু-কিশোর এখনো আটক রয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম