চাঁপাইনবাবগঞ্জ শহরের পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নবজাতকের স্বজনরা। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নবজাতকের পিতা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার শাকিল আহমেদ জানান, প্রসব বেদনা উঠলে তার স্ত্রী মুক্তা বেগমকে সোমবার দিনে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে রেফার্ড করা হলে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পদ্মা ক্লিনিকে ভর্তি করা হয়।
এসময় ক্লিনিকের চাহিদামত সিজারিয়ানের জন্য ওষুধপত্র কিনে দেয়া হয়। কিন্তু ক্লিনিকের ডা. মো. খাইরুল ইসলাম প্রসূতির সিজার না করে ৩ ঘন্টা সময় অপেক্ষা করেন। পরে তার স্ত্রী মৃত শিশুর জন্ম দেন। এঘটনার পর মৃত নবজাতকের স্বজনদের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে ক্লিনিকের ব্যবস্থাপক, চিকিৎসক ডা. মো. খাইরুল ইসলাম ও নার্সরা ক্লিনিক থেকে পালিয়ে যায়।
পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের নন ডিপ্লোমা নার্স মরিয়ম খাতুন জানান, প্রসূতির ওজন বেশি হওয়ায় অজ্ঞান করা ছাড়া সিজার করা যাচ্ছিল না, আর এসময়ে প্রসূতি মৃত বাচ্চা প্রসব করে।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মনজুর রহমান জানান, এঘটনায় নবজাতকের পিতা আজ দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগটি আমলে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার