সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে শেরপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নেতৃত্বে শহরের থানা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের পায়রা চত্বর হয়ে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নূর, সদর সার্কেল আমিনুল ইসলাম, সদর থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ। র্যালিতে এসআই, কনস্টেবলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার