ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেয়ায় টাঙ্গাইলের সখীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২ টার সময় সরকারি মুজিব কলেজ প্রাঙ্গণে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয় কলেজের অধ্যক্ষ আব্বাস আলী তালুকদার। এ সময় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল হামিদ, বর্তমান জিএস রাসেল আল- মামুন, ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, মেধাবী ছাত্রী বাঁধনসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জিএস রাসেল আল-মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেয়ায় সরকারি মুজিব কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্লাশ শেষে শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল করে।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৮/হিমেল