দিনাজপুর-পার্বতীপুর সড়কের পার্বতীপুরে বালু ভর্তি ট্রাক্টরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। এসময় আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী। আহতদের স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর-দিনাজপুর সড়কের মেলারডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামের জংলু চন্দ্রের ছেলে শুক লাল ওরফে সুকুমার (৪০) ও আবতাবগঞ্জ খোসালপুর গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে জয়ন্ত কুমার (৬০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে পার্বতীপুর-দিনাজপুর সড়কের পূর্ব রাজাবাসর গ্রামের মেলার ডাঙ্গা মোড়ে বালু ভর্তি একটি ট্রাক্টরকে অতিক্রম করার সময় বিপরীতগামী দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে গিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কা খায়। এতে শুক লাল ওরফে সুকুমার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ২ জনকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুুপুর সাড়ে ১২টায় জয়ন্ত কুমার মারা যায়। পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৮/হিমেল