‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে নাশকতার আশঙ্কায় নড়াইলে ৬ ছাত্রকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন। এর আগে সোমবার (৬ আগস্ট) সকালে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক শিক্ষার্থীরা হলেন-যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া এলাকার মহিবুল্লাহ গালিব (২০), যশোরের চান্দুটিয়া এলাকার রাকিব হাসান (২২), নড়াইলের নড়াগাতি থানার টোনা গ্রামের মুন্সি সাবের আহম্মেদ (২১) ও মিলন মোল্যা (২০), নড়াগাতি থানার মাউলী গ্রামের রেজা শেখ মিলন (২১) ও কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার হাসান সরদার (১৯)। এরা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী। এদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, চলমান আন্দোলনকে বেগবান করতে ও আন্দোলনকে ভিন্ন ঘাতে প্রবাহিত করার লক্ষ্যে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল এই শিক্ষার্থীদের।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৮/হিমেল