চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকার্মী আটক হয়েছে। জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতভর এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, সীমান্ত ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মঈন উদ্দিন (৫৫), হাসাদহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কবির হোসেন (৪০), বাঁকা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মফিজুর রহমান (২৫), বাঁকা ইউনিয়ন জামায়াত সদস্য কাউসার আলী (৪৫) ও সীমান্ত ইউনিয়ন জামায়াত কর্মি ইউপি সদস্য জহুর আলম (৪৫)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, আটককৃতদের নামে থানায় মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/৫ সেপ্টেম্বর ২০১৮/হিমেল