বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৩৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত নজরুল ইসলাম উপজেলার বানিয়াগাঁতী গ্রামের মওলা বক্সের ছেলে। আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মথুরাপুর বাজারে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নজরুল ইসলাম মথুরাপুর বাজার এলাকায় ইসমাইল মার্কেটে নাজমুল ডেকোরেটরের স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে তিনি এই বাজারে ব্যবসা করেন। ওই ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের ব্যাটারি চার্জ দেওয়া হয়।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে লোডশেডিং জনিত কারণে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাটারি চার্জের উদ্দেশে বিদ্যুৎ সংযোগ দিতে থাকেন। তখন বিদ্যুৎ চলে আসায় অসাবধানতাবশত: সেই বিদ্যুতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।
ধুনট উপজেলার মথুরাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। নজরুল ইসলামের মৃতদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার