মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের স্থানীয় পর্যায়ের ২৩ নেতাকমীর্কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩টি বোমা ও ৬৫টি পটকা। বুধবার রাতে গাংনী উপজেলার পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
গাংনী থানার (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে নাশকতার উদ্দেশ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম পর্যায়ের বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তিনি জানান, অভিযানে ঘটনাস্থল থেকে ১৩টি বোমা ও ৬৫টি পটকাবাজি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতার মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার