বরিশালের উজিরপুর উপজেলার ষোলক ইউনিয়নের ত্রিমুখী এলাকায় মাছের ঘেরে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজিব তালুকদার (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে দুর্ঘটনায় নিহত রাজিব ওই এলাকার মানিক তালুকদারের ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আবুল কালাম তালুকদার জানান, বাড়ির পাশেই রাজিব তালুকদারের একটি মাছের ঘের রয়েছে। সেখানে দুপুরে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে রাজিব নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে মাছের ঘেরের পাশে পড়ে ছিল। স্বজনরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. তৌহিদুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার