নোয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে পুলিশ লাইন্স (এস.এ.এফ) দল ৩-০ গোলে থানা পুলিশ (ও.আর) দলকে পরাজিত করে।
এস.এ.এফ দলের পক্ষে কনষ্টেবল শাহাদাত হোসেন দুটি গোল এবং পুলিশ সুপার ইলিয়াছ শরীফ একটি গোল করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ বিপিএম, পিপিএম- সেবা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সৈকত শাহীন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান শেখ পিপিএম, চাটখিল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাছুম, ডিআইওয়ান মো: আইনুল হক, সুধারাম মডেল থানার ওসি মো: আনোয়ার হোসেন, ওসি ডিবি আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান