দিনাজপুর-হাকিমপুর সড়কে হিলিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার বিকালে সাতকুড়ির দিনাজপুর-হাকিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও উপজেলার নওপাড়া গ্রামের শফি মাস্টারের ছেলে সদরুল ইসলাম (৩৫) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের ফজলে মিয়ার ছেলে ফিরোজ হোসেন (২৪)। আহত রাব্বি (২০) একই এলাকার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে সাতকুড়ির দিনাজপুর-হাকিমপুর সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সদরুল ও ফিরোজ মারাত্মক আহত হন। প্রথমে তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনই মারা যান। এ ঘটনায় আহত রাব্বি হিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আহসান আলী সরকার বকুল সাংবাদিকদের বলেন, বিকালে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে সদরুল ও ফিরোজের আঘাত গুরুতর ছিল। পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তারা মারা যান।
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ