জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ললাটিস্থ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে এ র্যালি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী মো. সাইরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে র্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান, ডিজিএম (কারিগরি) একেএম শাহাদাত হোসেন, মদনপুর জোনাল অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসেন খান, এজিএম (প্রশাসন) মো. সানোয়ার হোসেন, এজিএম মালিক মোহাম্দম ইয়াহিয়া, এম আশিকুর রহমান, এজিম খাদিজাতুল কোবরা, এজিম মহসীন কবির, এজিম মো. শাহরিয়ার হাসান, এলাকা পরিচালক মো. আনোয়ার হোসেন ও মো. ইকবাল হোসেন ভুইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার