ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার এবং ৮৯ হাজার ৮শ’ মার্কিন ডলারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর সদস্যরা।
বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এবং বেনাপোল সীমান্তের শালকোনা গাতিপাড়া থেকে তাদের আটক করা হয়।
এর মধ্যে বিজিবি চেকপোস্টে নড়াইল জেলার নড়াগাতী উপজেলার মৃত আমির হোসেনের ছেলে ওবাদুর রহমান (২৭) ও কাউছার মোল্লার ছেলে মাসুদ মাসুদ মোল্লাকে ডলারসহ আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই হুণ্ডি পাচারকারী বিপুল পরিমাণ মার্কিন নিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসে করে যশোরে দিকে রওনা দিয়েছে। এই সময় আমড়াখালী বিজিবি চেকপোস্টে ওই লোকাল বাসে তল্লাশি করে দুই জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ৮৯ হাজার ৮শ’ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ টাকা আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বলেন,“ ৮৯ হাজার ৮শ’ মার্কিন ডলারসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। আটক দুই পাচারকারীকে উদ্ধারকৃত টাকাসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।”
অন্যদিকে, ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ হাসান আলী নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হাসান আলী যশোরের খড়কি এলাকার মমিনুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের শালকোনা গাতিপাড়ায় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন খবর আসে ঢাকা থেকে আনা একটি স্বর্ণের চালান বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হয়ে যাচ্ছে। এই সময় বিজিবি সদস্যরা বেনাপোলে শালকোনা গাতিপাড়ায় সড়কে অভিযান চালিয়ে হাসান আলীকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটক হাসান আলীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দসহ স্বর্ণেরবার বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব