নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু তাহেরকে (৩৫) একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে একই গ্রামের আবদুল মতিন মতলবের ছেলে।
গোয়েন্দা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী একই ইউনিয়নের গিয়াস উদ্দিনের ব্রীক ফিল্ড থেকে একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আবু তাহের কুখ্যাত ডাকাত ফয়সলের সহযোগী। তাকে দীর্ঘদিন ধরে গ্রেফতার করার চেষ্টা চালানোর পর গত রাতে সে ধরা পড়ে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার