বাগেরহাটে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওজোপাডিকো বাগেরহাট উদ্যোগে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে র্যালি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিন হোসেন। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওজোপাডিকোর কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এর আগে সকালে বাগেরহাট সদর উপজেলার পোলঘাটে পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে র্যালিসহ কর্মসূচি পালন করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর আসনের এমপি মীর শওকাত আলী বাদশা।
বিডি প্রতিদিন/এ মজুমদার