'শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাজাহান আলী, লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বিভাগের আবাসিক প্রকৌশলী গাজী গিয়াস উদ্দিন, পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী শাহজাহান কবির।
পরে পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত বিদ্যুৎ মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা