নারায়াণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আজ ভোরে ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোবারক হোসেন নামের এক ডাকাত নিহত হয়েছেন। উপজেলার ঝাউচর গ্রামের আষাঢ়িয়াচর ব্রীজের উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত মোবারক হোসেন উপজেলার প্রতাপনগর গ্রামের মৃত ইয়াসিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ডাকাতসহ দুই পুলিশ সদস্য।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার জানান, মহাসড়কে বাস ডাকাতির খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশের তিনটি টিম ডাকাতদের ধরতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হন। এতে আরেক ডাকাত ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার