অস্ত্র ও গুলিসহ লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বেলাল হোসেন বাবুলকে আজ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের পশ্চিম বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। সে ওই এলাকার নামকরা শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ।
লীপুর জেলা গোয়েন্দা শাখা’র পুলিশ পরিদশর্ক মোক্তার হোসেন বিসয়টি নিশ্চিত করে বলেন, শীর্ষ সন্ত্রাসী মো. বেলাল হোসেন বাবলুকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার