ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে একটি শুকনো কড়াই গাছের ডাল মাথায় ভেঙে পড়ে ফাহমিদা (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত ফাহমিদা কালীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির এজিএম আব্দুর রউফের স্ত্রী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কড়াই কাছটি নিয়ে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও গাছটি কাটার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ফাহমিদা রিকশায় বসে রাস্তার পাশের একটি দোকান থেকে ছাগলের মাংস ক্রয় করছিলেন। এ সময় রিকশার উপরে কড়াই গাছের শুকনো ডাল ভেঙে তার মাথার উপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহা, সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার, কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৬ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব