বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুরের ইসলামপুর উপজেলার মুক্তিযোদ্ধারা।
ইসলামপুর উপজেলার বটতলা মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ ইসলামপুর উপজেলা কমান্ডের আয়োজনে আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, গত ৩১ আগস্ট ইসলামপুর উপজেলার একজন ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা গফুর প্রধানের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, না হলে বৃহত্তর কর্মসূচি নিবেন তারা।
মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক জেলা ভারপ্রাপ্ত কমান্ডার সুজায়াত আলী, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, জিয়াউল হক জিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা