শেরপুরের নালিতাবাড়ীতে ধর্ষণের শিকার হয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণী অন্তঃসত্ত্বা হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার রমজান আলী (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার রমজান আলী জেলা পরিষদ ডাক বাংলো নালিতাবাড়ীর চতুর্থ শ্রেণীর কর্মচারী বলে জানা গেছে।
পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া এলাকায় জনৈক আহসানের বাড়িতে আশ্রিত পিতৃহীন তরুণী (২২) তার ভিক্ষুক মায়ের সাথে থেকে ভাঙ্গারী কুড়িয়ে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি তরুণীর পেট অস্বাভাবিকভাবে বৃদ্ধিপায় এবং ব্যথা অনুভব করলে তার মাকে সাথে নিয়ে এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে অন্তস্বত্ত্বা বলে জানায়। পরে এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ওই তরুণীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।
তরুণী জানায়, প্রায় আট মাস আগে সকালে ভাঙ্গারী কুড়াতে জেলা পরিষদ ডাক বাংলোয় যায়। ডাক বাংলোর পিয়ন রমজান আলী এসময় তাকে ভাঙ্গারী দেওয়ার কথা বলে ডাক বাংলোর একটি কক্ষ পরিষ্কার করে দিতে বলে। পিয়নের কথামতো ওই তরুণী ডাক বাংলোর একটি কক্ষে প্রবেশ করলে পিয়ন রমজান তাকে ধর্ষণ করে। এছাড়া পৌর শহরের নিলামপট্রি এলাকার বাসিন্দা বিপ্লব (কুলু) (৩৮) নামে এক যুবকও পরিত্যক্ত (অগ্রণী ব্যাংক) একটি কক্ষে নিয়ে প্লাাস্টিকের বোতল দেওয়ার কথা বলে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এর প্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে ওই তরুণী রমজান আলী ও বিপ্লবের (কুলু) দুইজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ওইদিন দুপুরে নালিতাবাড়ী থানার পুলিশ পিয়ন রমজান আলীকে আটক করে। এদিকে বেপরোয়া জীবন-যাপন করায় বিপ্লবকে প্রায় চার মাস আগে বাড়ি থেকে বের করে দেয় তার পরিবার। ফলে পুলিশ তাকে খুঁজে পায়নি।
সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবাববন্দির জন্য শেরপুর পাঠানো হয়েছে। গ্রেফতার রমজানকে আদালতে প্রেরণ করা হয়েছে। আরেক আসামিকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম