পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার এলাকায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বখাটে নাইমকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে চিকিৎসাধীন ওই ছাত্রীর যাবতীয় চিকিৎসা ব্যয় বহণের জন্য সরকারের কাছে দাবিও জানানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌঁনে ১২টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি জোহরা রেখার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ছুরিকাহত ছাত্রীর মা আকলিমা বেগম, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা বদরুদ্দেজা সৈকত ও ছাত্রফ্রন্ট নেতা সন্তু মিত্র প্রমুখ।
বক্তারা বলেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীর তলপেটে ছুরিকাঘাতকারী বখাটে নাইমকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। একই সাথে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ওই ছাত্রীর যাবতীয় চিকিৎসা ব্যয় বহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
গত ১ সেপ্টেম্বর সকালে কলাপাড়া উপজেলার ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে তাকে প্রেম প্রস্তাব দেয় স্থানীয় বখাটে নাইম। এ সময় ওই ছাত্রী প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার তলপেটে ছুরিকাঘাত করে ওই বখাটে। পরে স্থানীয় জনতা নাইমকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক নাইম স্থানীয় ধুলাসার এলাকার সোলায়মানের ছেলে।
আহত ওই ছাত্রীকে ওইদিনই বরিশাল শেবোচিম হাসপাতালে এনে অপারেশনের মাধ্যমে তার পেটে গেথে থাকা ছুরি বের করা হয়। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম