বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার দাবি ও বিচারিক আদালত থেকে মামলা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
শনিবার বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে খামারকালি এলাকায় বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, অ্যাডভোকেট মল্লিক মঙ্গন উদ্দিন সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর