“স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি”- এ স্লোগানে লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। শনিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজহাহান আলি প্রমূখ।
এসময় সরকারী বেরসকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেয়।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর