সিআরআই এবং ইয়াং বাংলা আয়োজিত “জয় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০১৮” তে অংশগ্রহণের জন্য ঠাকুরাগাঁওয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ১২টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, সিআরআই ও ইয়্যুথ বাংলার ঠাকুরগাঁও জেলা সমন্বয়ক শফিক পারভেজ পরাগ, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’র নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল টিমের পক্ষে জয় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত খেলোয়াড় হান্না হেমরম প্রমুখ।
সিআরআই-ইয়াংবাংলার জেলা সমন্বয়ক শফিক পারভেজ পরাগ এ সময় লিখিত বক্তব্যে জানান, ভিশন ২০২১ কে লক্ষ্য রেখে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে উত্থাপন করার জন্য আত্মপ্রকাশ করে ইয়াংবাংলা। এই সংগঠনের পক্ষ থেকে তরুণদের উদ্যোগকে স্বাগত জানাতে ২০১৫-২০১৭ সালে ‘জয় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড চালু হয়।
এবারও “জয় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০১৮ অনুষ্ঠিত হবে। সেখানে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন।
তিনি আরও বলেন, এর পরে আমরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলায় অ্যাক্টিভেশন প্রোগ্রামের পরিকল্পনা করেছি।
প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, ক্রীড়া সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম