লক্ষ্মীপুরের রায়পুরে আলী আকবরের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার দুপুরের উপজেলার চর বংশী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিরোধে চর বংশি গ্রামের আসাদ উল্লাহর ছেলে আলী আকবরকে কুপিয়ে হত্যা করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য আবু তাহের, আব্দুল মালেক গাজী, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আলী আকবরের বড় ছেলে তৌহিদুল ইসলাম প্রমুখ।
এ ঘটনায়, আলী আকবরের বড় ছেলে তৌহিদুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে রায়পুর থানায় একটি হত্যা মামলা করে। ঘটনার দিন ৩ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, উপজেলার চরবংশী গ্রামের নুরুল ইসলামের সঙ্গে আলী আকবরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে নুরুল ইসলাম, তার ছেলে জসিম ও জুয়েল ওই জমির গাছ থেকে ডাব পাড়তে আসে। এসময় আলী আকবর বাধা দেয়। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আলী আকবরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম