‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে উপজেলা শিক্ষা আফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলানায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. তানভির রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সভাপতি এস.এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম