পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী সামজিক সংগঠন একুশে ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের নাচনাপাড়া ফেরী ঘাটস্থ ক্লাব মিলনায়তনে এক সভায় ৩১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করে। এতে এ.কে.এম শামসুল আলম জাহাঙ্গীরকে সভাপতি ও মো. ফজলুল হক মিন্টু মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া সহ-সভাপতি শামছুল হক মান্নু, রবীদ্রনাথ বিশ্বাস, কবির মৃধা, মকবুল দফাদার, সবুর খান, সহ-সাধারণ সম্পাদক মিলন সরকার, আফতাব হোসেইন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক জহর লাল মন্ডল, অর্থ সম্পাদক বাবলু বিশ্বাসসহ ৩১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মিলন সরকার জানান, এ ক্লাবটি অরাজনৈতিক সংগঠন। ২০১৪ এর যাত্রা শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ চার বছর অতিবাহিত হয়েছে। এর মধ্যে পথ শিশুদের অক্ষর জ্ঞান, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছি। শনিবার রাতে এ নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম