হাজার হাজার মানুষের আমিন আমিন ধ্বনি আর গুনাহ মাফের কান্নায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে দিনাজপুর জেলা ইজতেমা। শনিবার বাদ জোহর মুনাজাতের মধ্য দিয়ে ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর ঈদগাঁহ মাঠে এই ইজতেমার আয়োজন করা হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের কেন্দ্রীয় মুরুব্বী মাওলানা মো. আব্দুল ওহাব মিঞা।
ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর ঈদগাঁহ মাঠে গত বৃহস্পতিবার বাদ জোহর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী দিনাজপুর জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমায় সকল জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলার তাবলীগের মুরুব্বীগণ দলে দলে মাঠে সমবেত হন।
তাবলীগের মুরুব্বীগণ ও ইজতেমা পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী ও আব্দুল মান্নান সরকার বলেন, এই ইজতেমা থেকে প্রায় ৬৭টি তাবলীগ জামাত দিনের কাজে আল্লাহর রাস্তায় বের হয়েছে। তারা বিভিন্ন এলাকার মসজিদে মসজিদে গিয়ে ওই এলাকার বাসীন্দাদের আল্লাহর এবাদত বন্দেগির জন্য হেদায়েতের আহ্বান করবেন।
এদিকে, আখেরি মোনাজাতে অংশ নেন, প্রাণী ও মৎস্য মন্ত্রণালয়ের সচিব ওয়াসিম উদ্দিন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমানসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
অন্যদিকে, গুনাহ মাফের আশায় আখেরি মোনাজাতে অংশ নিতে ফুলবাড়ী শহরের সকল দোকান-পাট বন্ধ করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ইজতেমা ময়দানে ছুটে আসেন। এছাড়া দূর-দূরান্ত থেকেও হাজার হাজার মুসল্লি ময়দানে উপস্থিত হয়ে আখেরি মুনাজাতে অংশ নেন। এতে ভিমলপুর ঈদগাঁহ মাঠ ছাড়াও আশপাশের সকল রাস্তাঘাট গ্রামগুলো জনসমুদ্রে পরিণত হয়।
উল্লেখ্য, ইজতেমা মাঠে নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার সাহায্যে ইজতেমা মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম