পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ আয়োজনে কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী আফিসার মো. তানভির রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এস.এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মনজুরুল আলম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে লালুয়া ইউনিয়ন একাদশ বনাম চাকামইয়া ইউনিয়ন একাদশ খেলায় অংশ নেয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম