কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে আমির হোসেন (৩২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার ইসলামাবাদ গ্রামের কবির আহমদের পুত্র। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে টেকনাফ পৌরসভার পুরাতন ট্রান্সপোর্ট সংলগ্ন পল্লান পাড়ার জামাল নামক অটো রিকশা গ্যারেজে এই ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো রিক্সা চালাতে নিহত আমির হোসেন তার এলাকা থেকে ফজরের নামাজ পড়ে টেকনাফের উদ্দেশ্যে জামালের মালিকানাধীন গ্যারেজে যান। সেখানে আমির হোসেনের নিজস্ব অটো রিকশায় রাতভর চার্জ দেওয়া হতো। সকালে অটো রিকশা বের করার জন্য চার্জকৃত ব্যাটারী থেকে বিদ্যুতের তার নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
সেই সময় গ্যারেজের মালিক জামাল অন্যান্যদের সহযোগীতায় তাৎক্ষনিকভাবে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।পরে নিহতের সহকর্মীরা মৃতদেহটি তার বাড়ীতে পৌঁছে দেয়। বিষয়টি টেকনাফ মডেল থানায় অবহিত করা হয়েছে বলে নিহতের পারিবারি সুত্রে জানা গেছে। অনুমতি পেলে লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবার।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর