কুষ্টিয়ার চৌড়হাস মোড় এলাকায় ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু আকিফা নিহত হওয়ার মামলায় ঘাতক বাসের মালিক মো. জয়নাল আবেদীনকে (৬৩) গ্রেফতার করেছে র্যাব। আজ রবিবার ভোররাতে র্যাবের একটি বিশেষ দল ফরিদপুরে তার গ্রামের বাড়ি কোতয়ালী থানার ঝিলটুলির (ডায়াবেটিক মোড়) আব্দুল করিম মিয়া সড়কের ১/৪ নম্বর বাসা থেকে গ্রেফতার করে জয়নালকে।
র্যাব-৮’র কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার জয়নাল আবেদীন ঢাকার দোহার থানার চর নটাখোলা এলাকার মৃত আদেল উদ্দিন মাতুব্বরের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় ৮ মাসের শিশু কন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তার পার হচ্ছিলেন তার মা রিনা খাতুন। এ সময় থেমে থাকা ফয়সাল গঞ্জেরাজ পরিবহণের একটি বাস হঠাৎ চলা শুরু করে এবং রিনাকে ধাক্কা দেয়। এতে তার কোল থেকে ছিটকে পড়ে আকিফা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ আগস্ট শিশু আকিফা মারা যায়।
এ ঘটনায় ৩০ আগস্ট ওই শিশুর বাবা মো. হারুন-অর রশিদ বাদী হয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি মামলা (নং-৪১) দায়ের করেন। ওই মামলার ৩ নম্বর আসামি ঘাতক বাসের মালিক জয়নাল আবেদীনকে ঘটনার ১১ দিন পর গ্রেফতার করে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার জয়নাল আবেদীনকে কুষ্টিয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার